Monday, March 2, 2009

Bondi

বন্দি আমি আজও
সভ্যতার কাছে
বন্দি আমি আজও
ধমে'র মাঝে

বন্দি আমি আজও
সমাজের কাছে
বন্দি আমি আজও
নিয়মের মাঝে


বন্দি আমি আজও
সম্পকে'র কাছে
বন্দি আমি আজও
নিজের মাঝে

Binimoy

হেঁটে চলেছি আজও
পথ থেকে পথে
প্রান্তর থেকে প্রান্তরে
মৃত্যুকে সাথী করে

বলে চলেছি আজও
লোক থেকে লোকে
জনপদ থেকে জনপদে
সত্যকে সাথী করে


দিয়ে চলেছি আজও
মানুষ থেকে মানুষে
মনুষত্ত থেকে মনুষত্তে
ভালোবাসাকে সাথী করে

জানি পাব দেখা একদিন
সত্য এবং ভালোবাসার
মৃতুর বিনিময়ে

Aagrashon

স্মৃতিগুলো বারবার হাতছানি দেয়
যত যাই তার কাছে
ধরা দেবনা বলে যার কাছথেকে
পালাবো বলে

বার বার ফিরে আসি তার ডাকে
জানি দুঃখ পাবো তারপরও
বার বার ফিরে আসি
কেমন করে ফেরাবো তোমায় আমার নেই জানা
সে সাহস আমার নেই
কারণ আমি জানি তুমি ছাড়া
এতো কাছে আমার আর কেও নেই

সকল দুঃখ সকল ভালোলাগা
করেছি একসাথে ভাগাভাগি

জানি আমি ছাড়া তুমি
এবং তুমি ছাড়া আমি
কেউ-ই পূণ' নই

কারণ আমি রিচাজ' না করলে
তুমি অচল
এবং তুমি না চললে
আমি অচল

হায় রে মোবাইল আর কত গ্রাস করবা.........

Ekanto nijer

রাত জাগা পাখি ক্লান্ত হয় রাত শেষে
আমি ক্লান্ত হই তোমার স্মৃতি খুজঁতে
রাত জাগা পাখি ফিরে আসে আবার রাতে
আমিও ফিরে আসি তোমার খোজেঁ

রাত পার হয় সময়ের পালকি চড়ে
আমার দিন যায় তোমার কথা ভেবে
রাত আসে আবার রাতের সময়
আমি আসি আবার দুঃখের ফেরি নিয়ে

জানি রাত আসবে রাতে
পার হয়ে যাবে সময়
থাকবো এই আমি
তোমায় স্বপ্ন করে

সময় এসেছে আবার
নতুন করে সুরু করার
নিজেকে নিয়ে

Biborno

বিবণ' আমার পৃথিবী
বিবণ' আমার আকাশ
বিবণ' আমার ভালোবাসা
বিবণ' আমার আশা

বিবণ' আমি
বিবণ' আমার স্বপ্ন
বিবণ' আমার কাজ
বিবণ' ফলাফল

ধূসর হতে থাকা
তোমার স্মৃতিও
মিলায় বিবণে'

বিবণ' হতে থাকা
সবকিছু থাকে গোপনে

Ochena

সেই চেনা সময়
সেই চেনা আমি
শুধু তুমি অচেনা

সেই চেনা রাস্তা
সেই চেনা দালান
শুধু তুমি নেই সাথে

সেই চেনা স্বপ্ন
সেই চেনা গন্ধ
শুধু তুমি নেই পাশে

সেই চেনা আমিও
কেমন যেনো অচেনা
নিজের কাছে

Oppekha

যদি জানতাম
তুমি আর আমার হবে না
যদি জানতাম
তোমার স্মৃতি আমার পিছু ছাড়বেনা

যদি জানতাম
তোমার স্বপ্ন তুমিই ভাঙবে
যদি জানতাম
তুমি আমাকে ছাড়বে পথের মাঝে

যদি জানতাম
তুমি আমাকে নিঃশ্ব করবে
যদি জানতাম
তোমার জন্যে আমি আর ভাল হবো না

যদি জানতাম
আমি আমার নিজেকে হারাবো
যদি জানতাম
আমি আমাকে দুঃখ দেবো

যদি জানতাম
তুমি আর ফিরবে না
যদি জানতাম
তুমি আর করবে না আমার খোঁজ


যদি জানতাম
করতাম না নিজেকে অপরাধী
হায় যদি জানতাম

তাহলে আর করতাম না তোমার জন্যে
অপেক্ষা

বিদ্রঃ এটা আমার প্রথম লেখা কবিতা।

Sunday, February 15, 2009

Jani nah!!!!!!!!!!!!

মাঝে মাঝে নিজেকে যে কেন এত অচেনা লাগে? বুঝে উঠতে পারি না কী চাই?

Wednesday, February 11, 2009

Smriticharon

ফিরে আসি আবার নিজের মাঝে
যখন হয়ে যাই সবথেকে একা
খুঁজে ফিরি নিজের সত্তাকে
হারিয়েছি আমি যা

জানি পাব না আর হারানোকে ফিরে
যা ছিল আমার নিজের চেনা
হয়ে গেছে আজ অনেক অচেনা
যাকে ছাড়া চলতো না একটি বেলা

স্বপ্ন দেখবো না বলে
কেটে যায় আমার রাতগুলো নি্দ্রাহীন
স্মৃতিগুলো আজ খুঁজে ফেরে আমায়
বেদনা বিধুর মৃতু্হীন


বিদ্রঃ কবিতাটা "সালাদের মা" কে উৎসগ করা। জানি কখনো জানবা না কি পরিমাণ miss করি আমি তোমায়......lyf এ যেখানে থাকো আল্লাহর কাছে দোয়া করি যেন happy থাকো......happily ever after......lyk ur dreams........wish it comes true

Monday, February 2, 2009

Haranor day to sudhu tomar na, amaro

তুমি ভুল করেছো
এই সীকারোক্তিটা শুনতে ইচ্ছে করে আমার
একবার, বারবার, হাজারবার, লক্ষ বা কোটি বার
কাচ ভেবে হীরা তুলে নিয়েছো
কিংবা কাচ ভেবে হীরা ফেলে দিয়েছো
যেটাই হোক, বারবার এই উপলব্ধিটা চাই তোমার মধ্যে

তুমি আকাশ দেখতে চাইলে বৃষ্টি নামুক
আকাশ দেখবে কেন?
আমি তো দেখি না

তুমি সাগর পাড়ে ঝিনুক কুড়াবে
স্রোত সব ঝিনুক টেনে নিক সাগর গভীরে
ঝিনুক কুড়াবে কেন?
আমি তো কুড়াই না

তুমি তোমার আলতো পায়ে শিশির জড়াতে চাও
পারবে না, শিশির পড়বে না সে রাতে
শিশির জড়াবে কেন?
আমি তো জড়াই না

আমি জানি এসব কিছুই হবে না
তুমি আকাশ দেখবে, ঝিনুক কুড়াবে
তোমার আলতো পায়ে শিশির জড়াবে

কারণ, হারানোর দায়তো শুধু তোমার না, আমারও


বিদ্রঃ এই কবিতাটা আমার না.........কোথায় যেন পড়ছিলাম.........কে লিখছে তাও জানি না......কিন্তু খুব ভাল লাগছিলো.........যতদূর মনে পড়ে ঠিক মত লিখছি.........