Sunday, January 25, 2009

Amar Jogot

এত মধুর, এত তিক্ত
এতই কাছে, তবু দূরে নয়
আমি চাই সব কিছু পেতে
যা আমি চাই, সব কিছু পেতে

ছুতে পারি যেন এত কাছে
ধরতে গেলে অনেক দূর
স্বপ্নে বোনা আমার আকাশ
যেটাকে মনে করেছি আমার জগত

যেতে চেয়েছি নিরবে-নিঃশব্দে
মনে হয়নি পেরেছি আমি......
আমার মত আরো অনেক

একা নই আমি............

হেঁটেছি যত পথ
হোঁচট খেয়েছি তত পথ......

জানি একা নই আমি
খোলা চোখে স্বপ্ন দেখায়
জানি হবে সকাল উঠবে সূয্য
করবে আলোকিত সব আধারকে

সবাইকে করেছে অবাক
আমার এই জগত

খোল চোখ, দেখ আমার বেগ
কেমন করে পার হয়েছি আমি তেপান্তর
সবাইকে চেনাই পথ তেপান্তরের
যেটা চেয়েছি আমি অনেক আগেই

স্বপ্নে ওড়ার জন্যে পেয়েছি ডানা
ওড়ার জন্যে খোলা আকাশ
কষ্ট পেয়েছি ছেড়ে যেতে যত পিছুটান
আমার জগতে যেতে

বিদ্রঃ এই কবিতাটা সাথী আপুকে উৎসগ করা..........জানি আমি তোমাকে কখনো feel করাতে পারবো না আমি তোমাকে কি পরিমান like করি এবং miss করি.........ভালো থেকো দিদি.........অনেক ভালোবাসা তোমার জন্যে

Tuesday, January 13, 2009

Last Part of The Unfinished 01

দূর আকাশের তারাই হবে যদি
মিটমিট আলোয় হাতছানি কেন
আসবে যদি রাতের আধারে
দিনের আলোয় পোড়ালে কেন

স্বপ্ন গুলো যদি নাইবা হবে সত্য
স্বপ্ন দেখার মানে কি বলো
থাকবো যদি এই আধারে
তবে আলোর পথের যাত্রী কেন

পোড়াবে যদি এই অনলে
শীতলতার কি দরকার ছিল
থাকবে না যদি একসাথে
পথচলায় হাত ধরা কেন

Monday, January 12, 2009

Adhar

আধারের সাথে যুদ্ধ আমার
আধারের মাঝে বসবাস
আধারের কাছে হেরেছি আবার
তাই আধারেই সহবাস

আধারের মাঝে সুপ্ত আমি
আধারের কাছে প্রকাশ
আধারের মাঝে থাকা আমার
তাই আধারেই বিশ্বাস

আধারের মাঝে আনন্দ আমার
আধারের কাছে দুঃখ
আধারের মাঝে শান্তি আমার
তাই আধারেই স্বপ্নভঙ্গ

আধারের সাথে এসেছি আমি
আধারের মাঝে থেকে
আধারের কাছে পেয়ে ভালোবাসা
তাই আধারেই স্বপ্নযাত্রা

আধারের সাথে যুদ্ধ আলোর
আধারের পরাজয়
তাই আমি আজ আধারের পথ ছেড়ে
আলোর পথ চলায়